সুশিক্ষা জাতির পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌছেদিতে প্রয়োজন সুশিক্ষিত জনশক্তি।আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে, উন্নত বিশ্বের সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। কবির ভাষায় বলতে হয়, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে বাস্তবিক অর্থে সকল শিশুর মাঝেই বড় কিছু, মহৎ কিছু করার, হবার শক্তি লুকিয়ে আছে। আর তাদের এই লুকিয়ে থাকা প্রতিভার উপর থেকে কালো পর্দা সরিয়ে শিক্ষার্থীদের সক্ষম করে তোলাই আমাদের অন্যতম উদ্দেশ্য। বর্তমানে অভিভাবকদের একটাই অভিযোগ স্কুলে পড়ালেখা হয় না আর তাই অভিভাবকদের কোচিং এর প্রতি নির্ভরশীল হতে হয়। এতে করে শিক্ষার্থীরা সারাদিন স্কুলে কাটিয়ে আবার বিকেলে যখন তাদের একটু বিনোদন নিয়ে নিজের মেধা বিকাশের সময় হয় কিন্তু তখনও তাদেরকে কোচিংএ ছুটতে হয়, ফলে শিক্ষার্থীরা দিন দিন সৃজনশীলতা থেকে দূরে সরে যাচ্ছে। তারা মানুষরূপি রোবট হিসাবে বেড়ে উঠছে। তাদের পড়ালেখায় নেই কোন আনন্দ নেই কোন বিনোদন। বায়েজিদ প্রিমিয়ার স্কুল এমন একটি স্কুল যেখানকার শিক্ষার্থীদেরকে স্কুলের পড়া স্কুলেই শত ভাগ শেষ করে দেওয়া হয়, তাই তাদের কে আর বাহিরে কোচিং পড়তে হয় না। এখানে পড়ানো হবে আনন্দের সাথে, সৃজনশীলতা সাথে, এখানে শিক্ষার্থীদের পড়তে বলা হবে না। তাকে দেখানো হবে স্বপ্ন, তাকে বলা হবে স্বপ্ন বাস্তবায়নে কি করা দরকার, এতে শিক্ষার্থীরা প্রত্যেকেই তাদের নিজ নিজ স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা অর্জন করবে আনন্দের সাথে।